Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে জিম্মি উদ্ধার অভিযান হিরো’র মৃত্যু


২৪ মার্চ ২০১৮ ১৩:৪৯ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের বিপণী কেন্দ্রে জিম্মিদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরনাড বেলট্রেম (৪৫) শনিবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (২৩ মার্চ) জিম্মিদের উদ্ধারে দুঃসাহসিক আবদানের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন তাকে ‘হিরো’ উপাধিতে ভূষিত করেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্বের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ‍ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা পুলিশের ওই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরনাড বেলট্রেম দেশের জন্য জীবন দিয়েছেন। তার বীরত্বের কথা ফ্রান্স কখনো ভুলবে না।

বিজ্ঞাপন

শুক্রবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ট্রেব শহরের একটি বিপণীকেন্দ্রে বহু মানুষকে জিম্মি করে রেদোয়ান ল্যাকদিম (২৫) নামে এক বন্দুকধারী। খবর পেয়ে জিম্মিদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করে পুলিশ।

প্রায় চার ঘণ্টা চেষ্টার পর তারা জিম্মিদের উদ্ধার করে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্দুকধারীসহ তিনজন নিহত ও ১৬ জন আহত হন। ঝুঁকিপূর্ণ অভিযানে পুলিশ কর্মকর্তা আরনাড বেলট্রেম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সারাবাংলা/আইএ/এমআই/একে

আরও পড়ুন

ফ্রান্সের সুপারমার্কেটে আইএসের হাতে ‘বহু’ জিম্মি

ফ্রান্সে জিম্মিদশার অবসান, হামলাকারীসহ নিহত ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর