Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উল্লাপাড়ায় ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২১ ১৬:৫৭

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় কিশোরী ধর্ষণ মামলায় কিশোর রিয়াজুল ইসলামকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়িতে আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর পৌর শহরের রতন কাওয়াক গ্রামের হয়রত আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রতন কাওয়াক গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়েকে বাড়ির পাশে রাস্তা থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায় রিয়াজুল ইসলাম। পরে তার বাসায় গিয়ে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে রিয়াজুল। এ সময় তার চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবার থেকে গতকাল বৃহস্পতিবার রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রিয়াজুল ইসলামকে আটক করে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

কিশোর গ্রেফতার ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর