মামুনুল কাণ্ডে ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩
৯ এপ্রিল ২০২১ ১৮:০৪
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্মমহাসচিব মামুনুল কাণ্ডের জেরে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনিকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফসহ তিন জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) বিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপর দুই আসামি হলেন— হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির ও মোহাম্মদ অহিদ। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হেফাজত নেতাকর্মীদের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোনারগাঁওয়ে ভাঙচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। ওই দুটি মামলায় মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এছাড়া সাংবাদিক হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনায় হেফাজত কর্মীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক আসামি করা হয়।
সারাবাংলা/এনএস