দ্বিতীয় ধাপের জন্য ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা এসেছে চট্টগ্রামে
৯ এপ্রিল ২০২১ ১৯:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দ্বিতীয় পর্যায়ের জন্য আরও তিন লাখ ছয় হাজার ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে পুলিশ পাহারায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই গুদামে এসে পৌঁছে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান টিকাগুলো গ্রহণ করেন।
এর আগে, বৃহস্পতিবার ৫০ হাজার ১৩০ ডোজ মজুত টিকা নিয়ে চট্টগ্রামে করোনার সেকেন্ড ডোজ শুরু হয়। প্রথমদিন মোট ৪ হাজার ৫৯৮ ডোজ টিকা দেওয়া হয় ৷
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান সারাবাংলাকে জানিয়েছেন, শুক্রবার তারা ৩০ হাজার ৬০০ ভায়ালে ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা পেয়েছেন। প্রতি ভায়াল ভ্যাকসিন ১০ জনকে প্রয়োগ করা হবে। ২৫ কার্টন ভ্যাকসিনের প্রতি কার্টন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে।
ভ্যাকসিন গ্রহণের নিবন্ধন মোতাবেক চাহিদা অনুযায়ী ইপিআই স্টোর থেকে সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এমও