Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলাকায় স্বাস্থ্যবিধি প্রচারের আহ্বান মাহতাব-নাছিরের

সারাবাংলা ডেস্ক
৯ এপ্রিল ২০২১ ২০:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ২০:৩০

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের (কোভিড-১৯) ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে এলাকায়-এলাকায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত জনসেচনতা তৈরির জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে আওয়ামী লীগ নেতারা বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ ও পালন করতে হবে। বর্তমান সরকার পরিস্থিতি মোকাবেলায় যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেক্ষেত্রে কোনো ধরনের সামান্যতমও বিচ্যুতি হলে বিপর্যয় ভয়াবহ হতে পারে। আমাদের প্রত্যেককে নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখতে হবে।’

ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তারা বলেন, ‘আপনারা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা থেকে নিজেকে রক্ষা করুন। অন্যকেও স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করুন। সাবান দিয়ে বার বার হাত ধোবেন, অবশ্যই মাক্স পরবেন। হাত স্যানিটাইজ করুন। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন ও জনসমাগম এড়িয়ে চলুন।’

সারাবাংলা/আরডি/এনএস

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ মাহতাব উদ্দিন চৌধুরী স্বাস্থ্যবিধি প্রচার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর