Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৪৪ হাজার ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২১ ১৩:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া প্রতিবেদনে এ তথ্য এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন করোনায় আক্রান্ত হিসেবে নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪২৯ জন চট্টগ্রাম মহানগরী এবং ৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে চার জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ৯ এপ্রিল মারা যান করোনায় আক্রান্ত একজন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৯১ জন। এর মধ্যে শহরের ৩৫ হাজার ৩২৭ জন এবং উপজেলার আট হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ৪১৪ জন। এর মধ্যে শহরের ৩০৩ জন এবং উপজেলার ১১১ জন।

সারাবাংলা/আরডি/এনএস

৪৪ হাজার সংক্রমণ করোনাভাইরাস চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর