Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবিরকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে


২৪ মার্চ ২০১৮ ১২:৫৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৩৩

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

শনিবার (২৪ মার্চ) সকালে বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল জানান, শনিবার সকালে কবিরের পরিবারকে নিয়ে বোর্ড মিটিংয়ে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়। মিটিংয়ে কবিরের ছেলে আল হেলাল ইবনে কবির উপস্থিত ছিলেন। কবিরের দুপায়ে ফ্যাক্চার আছে এর মধ্যে ডান পায়ের অবস্থা খারাপ। সেখানে ইনফেকশন হয়ে গেছে। চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন ডান পা কেটে ফেলে দেওয়ার।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ জানায়, কবিরের শুধু পায়ের ফ্যাকচার বড় সেটা বলা যাবে না। তার ডান ফুসফুসে সমস্যা আছে। আঘাতের কারণে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে গেছে। তার নিউমোনিয়ার সমস্যা রয়েছে।

কবিরের ছেলে আল হেলাল জানান, তার বাবাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইউএস বাংলার এমডির সাথে কথা হয়েছে। তারাও সিঙ্গাপুর নেওয়ার সম্মতি দিয়েছেন। তার বাবাকে আগামীকাল সিঙ্গাপুর নেওয়া হতে পারে বলে জানান আল হেলাল।

এর আগে, শুক্রবার  (২৩ মার্চ) নেপালে দুর্ঘটনায় আহত কবির হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোজাফ্ফর বলেন, কবিরের শারীরিক অবস্থা খুবই খারাপ।

সারাবাংলা/ এসএসআর/ এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর