‘সর্বাত্মক লকডাউনেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে’
১০ এপ্রিল ২০২১ ১৯:৫১
ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় সর্বাত্মক লকডাউনের মধ্যেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শনিবার (১০ এপ্রিল) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসির নির্বাহী পরিচালক বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে লেনদেন চলবে।’
এর আগে, করোনাভাইরাস সংক্রমণরোধে সম্প্রতি সরকার বেশ কিছু নির্দেশনা দিয়ে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য নানা বিধিনিষেধ আরোপ করে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেনের সময় নির্ধারণ করে দেওয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা লেনদেন চালু করা হয়েছে। এই অবস্থায় কঠোর লকডাউন দিলেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে বলে জানিয়েছে বিএসইসি।
সারাবাংলা/জিএস/এমও