Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর নেই

সিনিয়র নিউজরুম এডিটর
১১ এপ্রিল ২০২১ ০৮:৫২

ঢাকা: দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর নেই। রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, ৩১ মার্চ করোনায় আক্রান্ত হন মিতা হক। এরপর করোনা নেগেটিভ হলে বাসায় ফেরেন। গতকাল শনিবার কিডনি ডায়লাইসিসের সময় তার প্রেসার ফল করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

বিজ্ঞাপন

১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন শিল্পী মিতা হক। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম রয়েছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে।

মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়াও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এই মহান সংগীত শিল্পী।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস মিতা হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর