গ্রিসে সাংবাদিক খুন
১১ এপ্রিল ২০২১ ১১:২৯
গ্রিসের বর্ষীয়ান অপরাধ বিষয়ক সাংবাদিক জর্জস কারাভাজকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকি। খবর বিবিসি।
জর্জস কারাভাজ গ্রিসের প্রচারমাধ্যম স্টার টিভি এবং একটি নিউজ ব্লগ সাইটে কাজ করতেন। রাজধানী অ্যাথেন্সে তার বাড়ির বাইরে দুইজন তার ওপর হামলা চালিয়েছে বলে জানা যায়। কারাভাজকে কমপক্ষে ছয়বার আঘাত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পেশাদার খুনিদের হামলায় তার মৃত্যু হয়েছে। তবে খুন হওয়ার আগে তিনি পুলিশের কাছে নিরাপত্তা চাননি কিংবা এর আগে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়নি।
এদিকে, মিডিয়া ফ্রিডম অর্গানাইজেশন বলছে, কারাভাজকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরেই তিনি অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এই হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারি এক মুখপাত্র বলেন, তার মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে।
এই ঘৃণ্য এবং কাপুরুষোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন। পাশাপাশি, ইউরোপিয়ান পার্লামেন্টের স্পিকার ডেভিড সাসোলি এক টুইট বার্তায় বলেন, এই খবর তাকে বিধ্বস্ত করে দিয়েছে।
এর তিন বছর আগে, স্লোভাকিয়ায় জান কুচিয়াক নামের এক সাংবাদিক খুন হন।
সারাবাংলা/একেএম