Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাদির শাহ-রুবেলকে দুই লাখ টাকা অনুদান দিল পিচ ফাউন্ডেশন


১১ এপ্রিল ২০২১ ১৭:৫৬

ক্যান্সারে আক্রান্ত দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন আম্পায়ার নাদির শাহ ও জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে দুই লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে ক্রিকেট ও ক্রিকেটারদের কল্যানমুলক সংগঠন পিচ ফাউন্ডেশন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও নন্দিত ক্রিকেট সংগঠক ইফতেখার আহমেদ সম্প্রতি তাদের হাতে এই চেক তুলে দেন।

চেক হস্তান্তর প্রসঙ্গে পিচ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবেদ আর নিজাম বলেন, ‘মূলত অসচ্ছল ব্যক্তিদের সহযোগিতার জন্যই আমরা পিচ ফাউন্ডেশন গড়ে তুলেছি। দেশে এমন অসংখ্য ব্যক্তি আছেন যারা ক্রিকেটের পেছনে অগনিত সময় ব্যয় করেছেন। এখন তাদের সহায়তা দরকার। পিচ ফাউন্ডেশন তাদের পাশে থাকতে চায়।’

বিজ্ঞাপন

দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের কল্যাণে গেল ১৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে পিচ ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর