Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনে গার্মেন্টসহ শিল্প কারখানা খোলা থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৮:১৭

ঢাকা: লকডাউনে পোশাক কারখানাসহ সব শিল্প কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ শিল্প মালিকদের এ বিষয়ে আশ্বাস দিয়েছে।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে শিল্প মালিকদের। সেখানে এই সিদ্ধান্ত এসেছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিজিএমইএ’র নব নির্বাচিত সভাপতি ফারুক হাসান।

ফারুক হাসান সারাবাংলাকে বলেন, ‘১৪ এপ্রিল থেকে সরকার কঠোর লকডাউনে যাচ্ছে। আমরা বলেছি শ্রমিকদের গড় বয়স ২৩.৯ বছর। এ বয়সীদের করোনা আক্রান্তের হার .০৩ শতাংশ। এ কারণে শ্রমিকরা কম আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারকে এটি বুঝিয়েছি। এছাড়া ১৪ তারিখ থেকে গণপরিবহন বন্ধ থাকবে। কারখানা ছুটি দিলে শ্রমিকরা ভোগান্তিতে পড়বে।

অধিকাংশই পায়ে হেঁটে যান কারখানায়, ভোগান্তিতে দূরের শ্রমিকরা

এছাড়া কারখানার পরিবেশ শ্রমিকদের বাসায় চেয়ে উন্নত। শ্রমিকদের ৯০ শতাংশ কারখনার আশেপাশে থাকে। ফলে তারা গণপরিবহনেও যাতায়ত করবে না। সরকারকে এটি বোঝানোয় সরকার সম্মত হয়েছে। তাই পোশাকসহ সব শিল্প কারখানা লকডাউনে চালু থাকবে। কমার্সিয়াল ভিহেকেলও চালু থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা কারখানায় আগের চেয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবো। এ ব্যাপারে শ্রমিকদের আরও সচেতন করা হবে। আর ছুটি পেয়ে শ্রমিকরা গ্রামে গেলে গ্রামেও করোনা সংক্রমের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে কারখানা খোলা থাকছে। সরকারের এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।’

লকডাউনেও গার্মেন্টস খোলা রাখতে চান মালিকরা

এদিকে, বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেমও গণমাধ্যমে একইরকম তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৪ এপ্রিল থেকে সব কিছু লকডাউনে গেলেও শিল্প কারখানা চলবে।

বিজ্ঞাপন

আর বিকেএমইএ’র পরিচালক ফজলে শামীম আহসানা জানান, সব ব্যাংক বন্ধ থাকবে, তবে সকল কারখানা ও নির্মাণ কাজ চালু থাকবে।

রোববার বিকেল ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে মোহাম্মদ হাতেম, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএ’র সভাপতি মোহাম্মদ আলী অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিকেএমইএ বিজিএমইএ মন্ত্রিপরিষদ বিভাগ লকডাউন শিল্প কারখানা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর