Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ১৮:৫১

ফাইল ছবি

ঢাকা: আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় সারাবাংলাকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিদুর রহমান জানান, কঠোর বিধি-নিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলমান রয়েছে। এটি চলমান থাকবে আরও কিছু দিন। এছাড়া আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলে অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো ফ্লাইট, স্পেশাল ফ্লাইট ও মেডিকেল ফ্লাইট চলবে। এতে কোনো বিধিনিষেধ নেই।

মফিদুর রহমান আরও বলেন, লকডাউনের বিষয়ে প্রজ্ঞাপন আসবে, এরপর সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। আমরা স্বাস্থ্যবিধির বিষয়ে কঠোর। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটি বাস্তবায়ন করব।

এদিকে গত ৫ এপ্রিল থেকে কঠোর বিধি নিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রয়েছে। এর আগে গত বছরের মধ্য মার্চ থেকে কিছু দেশ ছাড়া সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করে সিভিল অ্যাভিয়েশন। এরপর সেই ফ্লাইট চালু হয় জুনে গিয়ে।

সারাবাংলা/এসজে/এমআই

করোনা ফ্লাইট

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর