Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কওমি-দ্বীনি মাদরাসায় করোনা আসবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২১ ২০:১২

চট্টগ্রাম ব্যুারো: কওমি-দ্বীনি মাদরাসায় করোনা আসবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, যেখানে হাদিস-কোরআন পাঠ করা হয়, ইনশাল্লাহ সেখানে করোনা আসবে না।

রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহিলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় হেফাজতে ইসলামের আমির করোনার ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে কওমি মাদরাসা বন্ধের নির্দেশনারও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘লকডাউন দিয়ে কওমি মাদরাসা বন্ধ করা যাবে না। কওমি-দ্বীনি মাদরাসায় হাদিস-কোরআন পাঠ করা হয়, সেগুলো বন্ধ করা যাবে না। আমরা মাদরাসা খোলা রাখছি করোনা না আসার জন্য।’

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘যেখানে হাদিস-কোরআন পাঠ করা হয়, ইনশল্লাহ সেখানে করোনা আসবে না। করোনায় এ পর্যন্ত কোনো মাদরাসার ছাত্র আক্রান্ত হয়নি, কোনো হুজুর আক্রান্ত হয়নি। যারা বেশি করোনা থেকে বাঁচতে চায়, তারা বেশি আক্রান্ত হয়।’

মসজিদে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনার বিরোধিতা করে তিনি বলেন, ‘মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। জুমার নামাজে ১০ জন, এমনিতে পাঁচজন- এই ধরনের শরিয়তবিরোধী কোনো বিধিনিষেধ মানা যাবে না। মসজিদে নামাজ চলবে। সামনে রমজান। তারাবির নামাজও চলবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আমির জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর