চট্টগ্রামে দেয়াল চাপায় প্রাণ গেল একজনের
১২ এপ্রিল ২০২১ ১৩:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (১২ এপ্রিল) সকালে ডবলমুরিং থানার শেখ মুজিব রোডে ফকির শাহ মাজার এলাকায় দেয়াল চাপায় আহত হন ওই ব্যক্তি। চট্টগ্রাম।
পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত নুরুল ইসলাম (৪৫) নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকার বাসিন্দা। তিনি পেশায় রঙমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, দেয়াল চাপায় আহত অবস্থায় নুরুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, ফকির শাহ মাজার এলাকায় সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এজন্য নিজস্ব উদ্যোগে স্থাপনা অপসারণ চলছে।
‘সকালে একটি ব্যাটারির দোকান তাদের মালামাল সরিয়ে নেয়ার পর স্থাপনা ভেঙ্গে ফেলছিল। এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়ালের ভাঙ্গা অংশ গুরুতর আহত হয় নুরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়’, বলেন ওসি মহসীন।
সারাবাংলা/আরডি/এমও