Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: সৌদির প্রধান ২ মসজিদে তারাবি নামাজ ১০ রাকাত

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২১ ১৩:৫৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৭:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের মুখে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে তারাবি নামাজ ২০ রাকাতের স্থলে ১০ রাকাত পড়ার নির্দেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। খবর সৌদি গ্যাজেট।

এ ব্যাপারে ওই দুই মসজিদের মুখপাত্র শেখ আব্দুল রহমান আল সুদাইস বলেছেন, পবিত্র রমজান মাসে মুসল্লিদেরকে করোনা সংক্রমণের ঝুঁকি থেকে নিরাপদে রাখতেই এই রাজকীয় নির্দেশনা জারি করা হয়েছে।

তিনি বলেন, সৌদি বাদশাহ এবং যুবরাজ ওই দুই মসজিদের প্রধান রক্ষক হিসেবে প্রতি মুহুর্তে খোঁজ খবর রাখছেন। আল্লাহর ঘর মসজিদে আসা অতিথিদের যেনো কোনো রকম সমস্যা না হয় সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইতোমধ্যেই করোনা সংক্রমণ মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে, আসন্ন রমজান মাস উপলক্ষে ওই দুই মসজিদে ইতিকাফে বসা এবং ইফতারের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সারাবাংলা/একেএম

করোনা সংক্রমণ কোভিড-১৯ টপ নিউজ মসজিদুল হারাম মসজিদে নববী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর