Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবকসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আপন চাচাতো বোনকে (৭) ধর্ষণের দায়ে ছাদির মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া ধর্ষণের ঘটনায় থানায় মামলা না করতে হুমকি দেওয়ার অভিযোগে চাচা তাহেদ আলীকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছাদির মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের শরিফপুর গ্রামের তাহেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বিকেলে শাল্লা উপজেলার উজানগাঁও গ্রামের পাশে ধানী জমিতে ছাদির মিয়া নিজের চাচাতো বোনকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাদির পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধর্ষণের ঘটনায় গত শনিবার বিকেলে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ছাদির মিয়াসহ ২ জনকে আসামি করে শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দ্বিতীয় আসামি ছাদিরের বাবা তাহেদ আলী। ধর্ষণের ঘটনায় মামলা না করার হুমকি দেওয়ায় তাকে আসামি করা হয়েছে।

রোববার বিকালে তাহেদ ও ছাদিরকে আদালতে তোলা হলে, তারা ঘটনার বিষয়ে স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠান।

এসব তথ্য নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

ধর্ষণ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর