Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৪:৪৬

চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘন্টায় দুই হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৪১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ২১ শতাংশ।

এদিকে, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৬০ জন। এর মধ্যে শহরের ৩৫ হাজার ৯৮৩ জন এবং অন্যান্য উপজেলার ৮ হাজার ৮৭৭ জন।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে চট্টগ্রাম শহরের ৬ জন এবং উপজেলার ১ জন রয়েছেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৩০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৩১৫ জন শহরের এবং বাকি ১১৫ জন উপজেলার বাসিন্দা।

সারাবাংলা/আরডি/একেএম

করোনায় মৃত্যু কোভিড-১৯ চট্টগ্রাম নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর