হেফাজত নেতা মাওলানা আজিজুল হক রিমান্ডে
স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৬:১৫
১২ এপ্রিল ২০২১ ১৬:১৫
ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামি আজিজুল হককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তার সাতদিনের রিমান্ডের আদেশ দেন।
সারাবাংলা/এআই/এসএসএ