Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪-২১ এপ্রিল: চলাচলে আরও কঠোর বিধিনিষেধ জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ১৬:৩৮

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল, বুধবার থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময়ে সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (১২ এপ্রিল) সকালে এ প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. রেজাউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে ১৩ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিধিনিষেধের মধ্যে আছে, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবর্হিভুত থাকবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের জন্য আলাদা নির্দেশনা জারি করবে।

সকল প্রকার পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্ল্যাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

শিল্প কারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।

আইনশৃংখলা ও জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি)। খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা নেওয়া, বিদ্যুৎ, পানি, গ্যাস জ্বালানি, ফায়ার সার্ভিস বন্দরসমুহের (স্থল, নৌ, সমুদ্র) কার্যক্রম টেলিফোন, ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট, ইলেক্ট্রনিক), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমুহ তাদের কর্মচারী ও যানবাহন এই আদেশের বাইরে থাকবে।

বিজ্ঞাপন

অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওসুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃত ব্যক্তির দাফন/সৎকার)-এর বাইরে কোনোভাবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন করে টিকা গ্রহণ করতে বাইরে যাওয়া যাবে।

খাবারের দোকান ও হোটেল রেস্তরাঁ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাবার বিক্রি ও সরবরাহ করা যাবে। তবে বন্ধ থাকবে শপিংমলসহ অন্যান্য সকল দোকানপাট।

কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে পারবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবেন।

বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।

সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে এবং আইনশৃংখলা বাহিনী টহল জোরদার করবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুম্মা ও তারাবি নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এসব নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে।

এই নির্দেশনা বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।

সারাবাংলা/জেআর/এমআই

করোনা বিধিনিষেধ লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর