Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের অনুমোদন পেল রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’


১২ এপ্রিল ২০২১ ১৭:২০

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি ভারতে অনুমোদন পেয়েছে। এ নিয়ে তিনটি ভ্যাকসিন ভারতে ব্যবহারের জন্য অনুমোদন পেল। এর আগে গত ১৬ জানুয়ারি দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছিল। এতদিন ভারতে অক্সফোর্ড- অ্যাস্ট্রেজেনেকার তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাকসিন অনুমোদিত ছিল।

হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি রাশিয়ান এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কোভিড সম্বন্ধীয় বিশেষজ্ঞ কমিটি সোমবার এ ভ্যাকসিনের ছাড়পত্র দেয়। এতে ভারতে ভ্যাকসিনের সংকট দূর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার এই ভ্যাকসিন বর্তমানে ৫৯টি দেশে ব্যবহার হচ্ছে। এটি ৯১.৬ শতাংশ কার্যকর বলে দাবি করেছে রাশিয়া।

উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম ভ্যাকসিন প্রস্তুতকারক হলেও নিজ দেশে অত্যধিক চাহিদার কারণে সংকট সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে মহারাষ্ট্রে ভ্যাকসিনের প্রবল সংকট দেখা দেয়। এদিকে দেশটিতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ সামলাতে প্রতিদিন ১০ লাখের বেশি ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্য রয়েছে দেশটির।

আরও পড়ুন- সবচেয়ে দ্রুত ভ্যাকসিন কার্যক্রম চলছে ভারতে

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর