বেনাপোল: যশোরের শার্শার চানদুরীয়া ঘোপ গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুল আলিম চানদুরীয়া ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।
এএসআই শরিফুল ইসলাম জানান, শিশুটির মা বাড়িতে না থাকায় আব্দুল আলিম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং আলিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।