Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রয়েল রিসোর্টে হামলা-ভাঙচুরে হেফাজত নেতাদের ৩ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২১ ২০:৪৮

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁও রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতার ২ মামলায় প্রধান আসামি মাওলানা ইকবালসহ ৪ হেফাজত নেতার প্রত্যেককে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে প্রত্যেককে ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গ্রেফতারের পর পুলিশ আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত প্রত্যেকের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার আসামিরা হলেন- সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের আমীর মহিউদ্দিন, সেক্রেটারি শাহজাহান ওরফে শিবলী, সহসভাপতি মোয়াজ্জেম ও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন।

গতকাল রোববার রাতে রাজধানীর জুরাইন থেকে গোপন সংবাদের ভিত্তিতে চার হেফাজতে ইসলামের নেতাকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল। সোমবার সকালে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয় তাদেরকে।

সারাবাংলা/এমও

রয়েল রিসোর্টে হামলা রিমান্ড হামলা-ভাঙচুর

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর