২০২১-২২ বাজেটে তামাকপণ্যে কর বৃদ্ধির তাগিদ ৫২ সংসদ সদস্যের
১২ এপ্রিল ২০২১ ২১:২৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২১ ২১:৪২
ঢাকা: আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটসহ সকল তামাকপণ্যে কর বৃদ্ধির তাগিদ দিয়েছেন ৫২ সংসদ সদস্য। সোমবার (১২ এপ্রিল) জাতীয় রাজস্ব ভবন কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’ শীর্ষক সংসদীয় ফোরামের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে এনবিআর চেয়ারম্যানের কাছে সকল তামাকপণ্যে সুনির্দিষ্ট করারোপের সুপারিশ জানিয়ে ৫২ জন সংসদ সদস্যের সই করা একটি চিঠির অনুলিপি ফোরামের পক্ষ থেকে হস্তান্তর করেন অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম।
বৈঠকে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি বলেন, ‘সিগারেট ও অন্যান্য তামাকজাতপণ্য দেশের যুবসমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তরুণ সমাজকে মাদকাসক্ত হওয়া থেকে বাঁচাতে বাংলাদেশকে তামাকমুক্ত করা জরুরি। এই লক্ষ্যে তামাকপণ্যে উচ্চহারে করবৃদ্ধি এবং তামাক আইন সংশোধনের মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।’
এসময় এনবিআর চেয়ারম্যান জনাব আবু হেনা মো. রহমাতুল মুনিম সিগারেটসহ তামাকপণ্যের মূল্যবৃদ্ধির প্রস্তাবনায় একমত প্রকাশ করেন এবং সংসদ সদস্যদের প্রস্তাবনায় ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ‘যুবসমাজের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করতে হবে। তাদেরকেও তামাক নির্মূলের বিষয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে আমরা সফল হব।’
সারাবাংলা/এসএসএ