Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না: নেতানিয়াহু


১৩ এপ্রিল ২০২১ ০১:৪৩

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। সোমবার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান কখনই পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা থেকে সরে আসেনি এবং ইসরাইলও তাদের কখনই সফল হতে দেবে না। খবর আরব নিউজ।

ইসরাইলে সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে সঙ্গে নিয়ে নেতানিয়াহু এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখামুখি হয়েছিলেন। তবে সংবাদ সম্মেলনে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইসরাইলি হামলার যে অভিযোগ উঠেছে— সে ব্যাপারে কিছু বলেননি বেনজামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

এর আগে রোববার তেহরানের দক্ষিণাঞ্চলে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো পরমাণু স্থাপনায় এমন ঘটনা বিরল। ওই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ ঘটনাকে ইসরাইলি নাশকতা বলে অভিযোগ করেন। তিনি বলেন, ওই পরমাণু স্থাপনায় সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসরাইল। এমন অভিযোগ তুলে ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এর একদিন পরই ইরানের পরমাণু অস্ত্র তৈরির তৎপরতাকে রুখে দিতে ইসরাইলের পূর্ব প্রতিশ্রুতি ফের ব্যক্ত করলেন নেতানিয়াহু।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর