Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে ভ্যাকসিন নিলেন ৫২৮ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ০৯:২১

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক, নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্ এবং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় চারদিনে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। এই কর্মসূচিতে ৫২৮ জন প্রবাসীকে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল অফিস থেকে সোমবার (১২ এপ্রিল) রাতে জানানো হয়, ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশি/বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সদস্যকে টিকা দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্বেচ্ছায় টিকাদান কর্মসূচি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

সারাবাংলা/জেআইএল/এএম

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর