Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ১০:৫১

ঢাকা: হিজরি ১৪৪২ সনের পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠেয় এই বৈঠক ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এছাড়া, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এমও

চাঁদ দেখা কমিটির বৈঠক টপ নিউজ রমজান মাস

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর