পলাতক আসামির বাড়িতে মিলল শটগানের ৩০০ গুলি
১৩ এপ্রিল ২০২১ ১৮:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় দণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে ধরতে গিয়ে তার বাড়ি থেকে শটগানের ৩০০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি পালিয়ে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে পটিয়া থানা পুলিশ পলাতক ওই আসামির বাড়িতে অভিযান চালায়।
আসামি জসিম উদ্দিন ওরফে মাইকেল জসিম উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের ছালামত খান ওরফে অলি আহমদের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার সারাবাংলাকে জানান, জসিমের বিরুদ্ধে আটটি মামলা আছে। এর মধ্যে সাতটি মাদক আইনের এবং একটি মারামারির অভিযোগে দায়ের হওয়া। মারামারির অভিযোগের দায়ের মামলায় তাকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছে।
সাজা পরোয়ানামূলে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতারের জন্য বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় জসিম পালিয়ে গেলেও তার বাড়ির ছাদ থেকে প্যাকেটভর্তি ৩০০টি শটগানের গুলি উদ্ধার করা হয়।
গুলি উদ্ধারের ঘটনায় জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি রেজাউল করিম।
সারাবাংলা/আরডি/পিটিএম