পুঁজিবাজারে লেনদেন চলবে ১০টা থেকে সাড়ে ১২টা
স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২১ ২১:১১
১৩ এপ্রিল ২০২১ ২১:১১
ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায সর্বাত্মক কঠোর বিধিনিষেধের মধ্যেও পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসির নির্বাহী পরিচালক বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে লেনদেন চলবে। সেক্ষেত্রে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় পুঁজিবাজারে লেনদেন চালু রাখা হবে।
সারাবাংলা/জিএস/পিটিএম