Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মানুষের পাশে জাতিসংঘের ‘রিয়েল লাইফ হিরো’ সৈকত

সারাবাংলা ডেস্ক
১৩ এপ্রিল ২০২১ ২৩:৩২

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল (বুধবার) থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। দেশের এই ক্রান্তিলগ্নে আবারও সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন জাতিসংঘ থেকে ‘রিয়েল লাইফ হিরো’ উপাধি পাওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক এবং সাবেক ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।

এই বিধিনিষেধ চলাকালে সৈকতের তত্ত্বাবধানে রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স, বিনামূল্যে শিশুখাদ্য (গুড়া দুধ) পৌঁছে দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিন্নমূল ও ভাসমান মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করা হবে। এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৬৮৪০২৩৪১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

তানভীর হাসান সৈকত বলেন, মহামারির কারণে জাতি হিসেবে আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। পরিস্থিতি মোকাবিলায় সরকার লকডাউন ঘোষণার পর জনদুর্ভোগ দূর করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে। তবে আমরা মনে করি সরকারের একার পক্ষে পরিস্থিতি মোকাবিলা অসম্ভব। সংকটের এই সময়ে এসে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

তিনি বলেন, গতবছর লকডাউনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় টানা ১২১ দিন শহরের ছিন্নমূল ভাসমান মানুষদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করেছি আমরা এবং দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। স্বীকৃতিস্বরূপ পেয়েছি জাতিসংঘ থেকে ‘রিয়েল লাইফ হিরো’ উপাধি। সকলের বিশ্বাস ও ভালোবাসার দায়ভার এবং বিবেকের টানে এবারও সার্বিক সংকটের কথা চিন্তা করে শহরের অসহায় সংকটাপন্ন মানুষের জন্য রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স, বিনামূল্যে শিশুখাদ্য (গুড়া দুধ) পৌঁছে দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিন্নমূল ও ভাসমান মানুষের জন্য খাদ্যব্যবস্থার সেবা নিয়ে আগামীকাল থেকে কার্যক্রম শুরু করছি।

বিজ্ঞাপন

তানভীর হাসান সৈকত সকলের সম্মিলিত সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আশা ব্যক্ত করেন।

সারাবাংলা/এসএসএ

করোনা জাতিসংঘের ‘রিয়েল লাইফ হিরো’ সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর