চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ৪১৭ জন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে বুধবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তৈরি প্রতিবেদনে এ তথ্য এসেছে।
গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪১৭ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে শহরের ৩০৬ জন। উপজেলার ১১১ জন। সংক্রমণ হার প্রায় ১৬ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দু’জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান জানিয়েছেন, চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭০৮ জন। মারা গেছেন ৪৩৭ জন।