Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকার পরিষদের আখতার রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৪:৪৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৮:৫৬

ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সভাপতি আখতার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আখতার হোসেনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাবি আইন বিভাগের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২৫ মার্চ মতিঝিল এলাকায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে।
সেই মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে (ঢামেক) ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা জোরপূর্বক পুলিশের কাছ থেকে নিয়ে যায়। ওই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে পল্টন মডেল থানার এসআই রায়হান করিব।

ওই মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি আখতার হোসেন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সোহরাব, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এআই/একেএম

আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রিমান্ডে

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর