Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরে বাস-ট্রাক সংঘর্ষে ২০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২১ ১৬:৫৬

প্রতীকী ছবি

মিশরে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

রাজধানী কায়রো থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণে আসিউত প্রদেশে মঙ্গলবার (১৩ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নরের কার্যালয়।

রয়টার্স জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সিমেন্টবোঝাই ট্রাকটি মহাসড়কে থেমে ছিল পরে কায়রো থেকে আসা একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। পোড়া বাস থেকে মৃতদেহ ও আহতদের বের করতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা।

বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং রাস্তার বেহাল দশার কারণে মিশর থেকে প্রায়ই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া যায়। সম্প্রতি কয়েকটি সড়ক ও রেল দুর্ঘটনায় মিশরে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। মার্চে কায়রোর ৮০ কিলোমিটার দক্ষিণের গিজা প্রদেশে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে; রাজধানীর ৪৪০ কিলোমিটার দক্ষিণে তাহতার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে মারা গেছে অন্তত ৩২ জন। আহতও হয়েছিল দেড়শ’র বেশি।

সারাবাংলা/একেএম

বাস-ট্রাক সংঘর্ষ মিশর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর