Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্থানে হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিন গায়েব

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২১ ২১:২১

ভারতে রাজস্থানে রাজ্যের জয়পুরে একটি সরকারি হাসপাতালের কোল্ড স্টোরেজ থেকে করোনাভাইরাস ৩২০ ডোজ ভ্যাকসিন গায়েব হয়ে গেছে বলে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে। খবর এনডিটিভি।

জয়পুরের এইচবি কানওয়াটিয়া হাসপাতাল থেকে খোয়া যাওয়া ভ্যাকসিনগুলো ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ এপ্রিল) তাদের কাছে ২০০ ডোজ ভ্যাকসিন ছিল। সোমবার (১২ এপ্রিল) আরও ৪৮৯ ডোজের একটি চালান আসে। এরপর মজুত পুনরায় পরীক্ষা করতে গিয়ে ৩২অ ডোজ ভ্যাকসিন খোয়া যাওয়ার ব্যাপারটি প্রথম বোঝা যায়। সেই কোল্ড স্টোরজের বাইরে নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল।

বিজ্ঞাপন

এ ব্যাপারে এনডিটিভি জানিয়েছে, ভ্যাকসিন খোয়া যাওয়ার বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। রক্ষীরা উপস্থিত থাকার পরও ভ্যাকসিনগুলো কীভাবে খোয়া গেল তা নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজগুলো পরীক্ষা করে দেখছে তারা।

এদিকে, মহামারির দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় এক লাখ ৮৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে বুধবার (১৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বুধবার নিয়ে টানা চতুর্থ দিন দেশটিতে একদিনে দেড় লাখের বেশি করোনা আক্রান্ত মিলল; আর টানা আট দিনের মতো এক লাখের বেশি আক্রান্ত শনাক্তের রেকর্ডও হলো। সংক্রমণের এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই জয়পুরে ভ্যাকসিন গায়েবের মতো ঘটনা ঘটলো।

অন্যদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার মুখে ভারত সরকার পশ্চিমা বিভিন্ন দেশ এবং জাপানে অনুমোদিত সব কোভিড-১৯ ভ্যাকসিন দেশে জরুরি ব্যবহারে যত দ্রুত সম্ভব অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশটিতে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার ভ্যাকসিন আমদানির পথ খুললো। এর বাইরেও, রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক-ভি ভ্যাকসিনের জরুরি ব্যবহারেও অনুমতি দিয়েছে ভারত।

বিজ্ঞাপন

পাশাপাশি, নরেন্দ্র মোদি ঘোষিত ভ্যাকসিন উৎসবে মঙ্গলবারও (১৩ এপ্রিল) দেশটিতে ২৬ লাখ ৪৬ হাজারের বেশি মানুষকে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতের নাগরিকদের এখন পর্যন্ত কেবল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের বানানো কোভ্যাক্সিনই দেওয়া হচ্ছে।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন কোভিড-১৯ জয়পুর ভারত রাজস্থান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর