Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচার ব্যবস্থার সংস্কারে আবদুল মতিন খসরুর অবদান অসামান্য’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ২৩:৪৪

বেগম রওশন এরশাদ, ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্হাকে আমূল সংস্কার ও যুগোপযোগী করার ক্ষেত্রে আব্দুল মতিন খসরুর অসামান্য অবদান রয়েছে। নিরহংকারী, সদালোপী আবদুল মতিন খসরু জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি হিসেবে আব্দুল মতিন খসরু দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরুর মহান মুক্তিযুদ্ধে রয়েছে অপরিসীম অবদান। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা সহজে পূরণ হবার নয়।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে আবুধবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মতিন খসরু।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

আবদুল মতিন খসরু রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর