Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সাংগ্রাই সীমাবদ্ধ হয়েছে পরিবারের মধ্যে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২১ ১৬:১৫

খাগড়াছড়ি: বঙ্গাব্দ নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে মেতেছেন খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের মানুষেরা। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবারে বর্ণাঢ্য আয়োজনে এই উৎসব করা সম্ভব হয়নি। সীমিত পরিসরে পরিবারের সদস্যদের মধ্যেই সাংগ্রাই পালিত হয়েছে। এ উৎসবের অন্যতম আকর্ষণ জলকেলি বা জলোৎসব বা পানি খেলাতেও মেতেছেন তারা।

বুধবার (১৪ এপ্রিল) খাগড়াছড়ি জেলা শহরের নতুন পাড়া ও পানখাইয়া পাড়াসহ মারমা অধ্যুষিত বিভিন্ন পাড়া ও গ্রামে ঘরোয়াভারে মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই পালিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলা নববর্ষের প্রথম দিন মারমা সম্প্রদায়ের নারী-পুরুষ নির্বিশেষে সবাই সাংগ্রাই বা বর্ষবরণ উৎসব পাালন করে থাকেন। বয়সের ভেদাভেদ ভুলে তারা সবাই মেতে ওঠেন উৎসবে।

মারমা তরুণ-তরুণীরা এদিন একে অন্যকে পানি ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেন। নেচে-গেয়ে উল্লাস করেন তারা। মারমা জনগোষ্ঠীর বিশ্বাস, এই পানি উৎসবের মধ্য দিয়ে অতীতের সব দুঃখ-গ্লানি-পাপ ধুয়ে-মুছে যাবে। সেই সঙ্গে তরুণ-তরুণীরা একে অন্যকে পানি ছিটিয়ে বেছে নেবেন তাদের জীবনসঙ্গীকে।

সারাবাংলা/টিআর

মারমা সম্প্রদায় সাংগ্রাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর