আব্দুল মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
১৫ এপ্রিল ২০২১ ০৯:১২
ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার (১৪ এপ্রিল) আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক জানিয়ে গণমাধ্যমে এক বিবৃতি দেন তিনি।
শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিজ্ঞ আইনজীবী, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, আইনজীবী আব্দুল মতিন খসরুর সঙ্গে আমার দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। তার অবদানে আইন অঙ্গনের সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
এর আগে বুধবার (১৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মতিন খসরু। করোনা আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ থেকে সিএমএইচে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন তিনি।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ