Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন অন্য কোনো দেশকে দিতে চায় ডেনমার্ক


১৫ এপ্রিল ২০২১ ১৭:১৪

প্রয়োগ বন্ধ করে দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাস ভ্যাকসিন অন্য কোনো দেশকে দিতে চায় ডেনমার্ক। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ প্রধান হ্যান্স ক্লুগ এমন তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

হ্যান্স ক্লুগ বলেন, অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনগুলোর চাহিদা আছে এমন দেশগুলোকে দিতে চায় ডেনমার্ক। এ জন্য কোপেনহেগেন উপায় খুঁজছে।

উল্লেখ্য, এর আগে বুধবার (১৪ এপ্রিল) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োগ পুরোপুরি বন্ধ করার ঘোষণা দেয় ডেনমার্ক। বিরল পার্শ্বপ্রতিক্রিয়া রক্ত জমাট বাঁধার উদ্বেগে ডেনমার্ক এমন সিদ্ধান্ত নেয়। ইউরোপে প্রথম কোনো দেশ হিসেবে ভ্যাকসিনটি পুরোপুরি বন্ধ করার এমন সিদ্ধান্ত নিলো ডেনমার্ক।

দেশটিতে প্রায় ১০ লাখ মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ।

এর আগে ইউরোপের কয়েকটি দেশ এ ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে। তখনও ডেনমার্ক দেশ হিসেবে প্রথম এই ভ্যাকসিন সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছিল। পরে ইউরোপীয়ান মেডিসিন অ্যাজেন্সি জানায়, রক্ত জমাট বাঁধা ভ্যাকসিনটির বিরল এক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, কিন্তু ভ্যাকসিনের উপকারিতা ঝুঁকির চেয়ে অনেক বেশি— তাই দেশগুলোকে ভ্যাকসিন প্রয়োগ জারি রাখার আহ্বান জানায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দেশগুলোকে ভ্যাকসিন প্রয়োগ স্থগিত না করার আহ্বান করে। পরে ইউরোপের দেশগুলোতে ফের প্রয়োগ শুরু হয় এ ভ্যাকসিন।

আরও পড়ুন- দ. কোরিয়ায় অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন চালু রাখার সিদ্ধান্ত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর