যশোরে ককটেল বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বোন আহত
১৫ এপ্রিল ২০২১ ১৭:১৪
যশোর: যশোরে শ্যালো মেশিনের ভেতরে থাকা পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা ও বোন আহত হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে যশোরের কেশবপুর থানার ৪নং বিদ্যনন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামে এই ঘটনা ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাহউদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরিত হয়ে নিহত আব্দুর রহমান (৬) স্থানীয় মিজানুর রহমানের ছেলে। বিস্ফোরণে শিশুর মা নিলুফা খাতুন ও বোন মারুফা গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই ফারুক হোসেন মোড়লের মাছের ঘের থেকে দিনমজুর মিজানুর রহমান, সিরাজুল ইসলাম ও ওহিদসহ একটি শ্যালো মেশিন এনে তার বাড়ির পাশে রেখে দেয়। সেই মেশিনের পাইপের মধ্যে হাত ঢুকিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু পেয়ে বের করে এনে শিশু আব্দুর রহমান মাটিতে সজোরে আঘাত করে। তখনই ককটেলের বিস্ফোরণ হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, খবর শুনেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখান থেকে বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেনকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ককটেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও