Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে করোনা রোগীর জন্য ফ্রি অক্সিজেন সেবা দেবে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৭:২৩

বরিশাল: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর জরুরি সেবায় বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর পুলিশ লাইনসে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ২২টি সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে রোগীর বাড়িতে এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি নিজস্ব টেকনিশিয়ান দিয়ে মূমূর্ষ রোগীকে সেবা দেওয়া হবে।

সেবাটি উদ্বোধনের সময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামণের হার বেড়েছে। একজন মুমূর্ষ করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো সময়, যেকোনো ব্যক্তি করোনা রোগীর জন্য কন্ট্রোল রুমে অথবা পুলিশ লাইনসে গিয়ে অক্সিজেনের জন্য আবেদন করে এই অক্সিজেন সুবিধা নিতে পারবেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

অক্সিজেন সেবা ফ্রি অক্সিজেন সেবা বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর