Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের সহকারী মহাসচিবসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৭:৪৯

ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া রিমান্ডের এ আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন- মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা মঞ্জুরুল ইসলাম।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা শাখাওয়াসহ তিনজনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের পাঁচদিনের রিমান্ডের নির্দেশ দেন।

গত বুধবার ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

রিমান্ড সহকারী মহাসচিব হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর