Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গজারিয়ায় কোস্ট গার্ড বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ১৯:৫৫

ঢাকা: বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর সহযোগিতায় গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় প্রায় ২০০ গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উপকূল/চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি ও চরবলাকি এলাকায় প্রায় ২০০ গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, আটা, লবণ, ছোলা বুট ও বুটের ডাল) বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে কম্পোজিট স্টেশন পদ্মার স্টেশান কমান্ডার লে. আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও গত ৩১ মার্চ থেকে শুরু করে গতকাল পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক চাঁদপুরের রাজরাজেশ্বর, হাইমচরের বাংলাবাজার এবং মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল ও কান্দিপাড়া এলাকার সর্বমোট ৬০০ গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগিতার এ ধারাবাহিকতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সারাবাংলা/ইউজে/একে

কোস্টগার্ড বিদ্যানন্দ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর