যাদের মুভমেন্ট পাস লাগবে না
১৫ এপ্রিল ২০২১ ২২:১৯
ঢাকা: লকডাউন শুরুর পর মুভমেন্ট পাস না থাকায় রাজধানীতে চিকিৎসক ও গণমাধ্যম কর্মীদের আটকিয়ে হয়রানি করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকি অনেকের নামে মোটা অঙ্কের জরিমানা আদায় করতে মামলা ঠুকে দেয় ট্রাফিক পুলিশ।
এ অবস্থায় পুলিশ সদর দফতর নতুন করে নির্দেশনা পাঠিয়েছে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রতি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পুলিশের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা জারিও করা হয়।
সেখানে বলা হয়, পেশাগত জরুরি কাজে নিয়োজিত নিম্ন-বর্ণিত পেশার সঙ্গে সম্পৃক্ত পেশাজীবীরা পরিচয়পত্র দেখালেই চলবে। এরা হলেন চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ পানি গ্যাস ও জ্বালানি সেবা, টেলিফোন ইন্টারনেট ও ডাক বিভাগ, সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ও বন্দর সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তারা।
পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. সোহেল রানা এ সব তথ্য নিশ্চিত করেছেন।
সারাবাংলা/ইউজে/একে