২০ মে পর্যন্ত কলেজ বদলাতে পারবে একাদশের শিক্ষার্থীরা
১৫ এপ্রিল ২০২১ ২৩:০১
ঢাকা: একাদশে কলেজ বদলের সুযোগ আরও বাড়াল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে ভর্তি হওয়া একাদশের শিক্ষার্থীরা এবং আগের শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে অনলাইনে ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পক্ষই এই সময়টি বাড়াতে তাদের কাছে পৃথকভাবে আবেদন জমা দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা টিসি কার্যক্রমের সময় বাড়িয়েছে।
এর আগে, চলতি বছরের ১০ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বোর্ড ও কলেজ টিসির আবেদন গ্রহণ শুরু হয়। সেখানে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইন টিসি কার্যক্রমের সময় আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে বোর্ড বিশেষভাবে বলেছে, ২০ মে’র পর অনলাইনে কলেজ টিসি কার্যক্রমের সময় আর বাড়ানো হবে না। শিক্ষার্থীদের তাই এই সময়ের মধ্যেই ক্যাম্পাস বদলের কাজটি শেষ করতে হবে। সেটি না করতে পারলে বর্তমান প্রতিষ্ঠানেই পড়তে হবে তাদের।
সারাবাংলা/টিএস/টিআর