Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রুনাইতে বাংলা নববর্ষ উদযাপন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২১ ২৩:৪৩

ঢাকা: ব্রুনাইয়ে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন বন্দর সেরি বেগাওয়ান কর্তৃক এক ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে আয়োজিত ওই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় ব্রুনাই দারুসসালামে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি পবিত্র রমজান মাসের প্রথম দিনে সংযম ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার ওপর গুরত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের হাইকমিশনার বাংলা নববর্ষে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি এই বিশ্বে বাঙালী জাতিকে এনে দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র এবং আত্মপরিচয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ পহেলা বৈশাখে ব্রুনাইয়ে বসবাসরত নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের তিনি বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি ও সাহিত্য এবং গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/একেএম

বাংলা নববর্ষ ১৪২৮ ব্রুনাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর