ফাইজারের ভ্যাকসিন তৃতীয় ডোজ লাগতে পারে
১৬ এপ্রিল ২০২১ ১৪:৩৫
ফাইজারের করোনাভাইরাস ভ্যাকসিন তৃতীয় ডোজ পর্যন্ত প্রয়োজন হতে পারে। এমনকি তৃতীয় বুস্টার ডোজের পর প্রতি বছর একটি করে নতুন ডোজও নিতে হতে পারে। সিএনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা এসব কথা বলেছেন।
মার্কিন কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী বলেন, ‘এখন পর্যন্ত অবস্থা হচ্ছে হয়ত ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় আরেকটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। এবং পরে প্রতি বছর ভ্যাকসিন নিতে হতে পারে। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয়‘। তিনি বলেন, করোনাভাইরাসের নতুন নতুন স্ট্রেইনগুলোর উপর অনেককিছু নির্ভর করছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের ভ্যাকসিনগুলোর কার্যকারিতা কতদিন থাকবে এ ব্যাপারে গবেষকরা এখনও নিশ্চিত নন। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের উৎপাদিত ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯৫ ভাগ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।