বরিশালে করোনা শনাক্তের হার কমেছে
১৬ এপ্রিল ২০২১ ১৬:২৬
বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ৬২ ভাগ। এর আগের ২৪ ঘণ্টায় (গত বুধবার রাতের রিপোর্ট) ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৮ ভাগ।
এর আগের ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার রাতের রিপোর্ট) ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৪৭ দশমিক ৩১ ভাগ। গত বছরের ৮ মে বরিশাল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর এটাই ছিল সর্বাধিক সংক্রমণ। যদিও গত তিনদিনে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হার দুই তৃতীয়াংশ কমেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫৬ জন রোগী। যারমধ্যে করোনা পজেটিভ রোগী ছিলেন ৩৪ জন। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউতে মুমূর্ষ রোগী চিকিৎসাধীন। আরও কয়েকজন মুমূর্ষ রোগী অপেক্ষমাণ আছেন আইসিইউ সেবা পেতে। কিন্তু বেড খালি না থাকায় আইসিইউ সেবা বঞ্চিত হচ্ছেন তারা।
শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয়ের করোনা তথ্য সংরক্ষক জে.খান স্বপন এই তথ্য নিশ্চিত করেছেন
সারাবাংলা/এনএস