Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে টানা দ্বিতীয় দিনেও ২ লাখ করোনা সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২১ ১৭:০৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ১৮:০০

ভারতে টানা দুই দিন দুই লাখের ওপরে নতুন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় দুই লাখ ১৭ হাজার ৩৫৩ জনের মধ্যে করোনা সংক্রমণের খবর নিশ্চিত করেছে। এ নিয়ে ৯ দিনে ৮ বার ভারত দৈনিক শনাক্তের আগে রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমবার ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের খবর দেয়।

বিজ্ঞাপন

ভারতে সরকারি হিসাবেই করোনা আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৪৩ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। তিন কোটি ১০ লাখের বেশি করোনা আক্রান্ত নিয়ে এর ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও এক হাজার ১৮৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতের করোনায় মোট পৌনে দুই লাখ মানুষের মৃত্যু হলো।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ভারতে দৈনিক শনাক্ত কমতে কমতে ১০ হাজারের নিচে নেমে এসেছিল; মার্চ থেকে ওই চিত্র বদলাতে শুরু করে। ২ এপ্রিল থেকেই দেশটিতে বিশ্বের মধ্যে সবচেয়ে আক্রান্ত শনাক্ত হচ্ছে।

এদিকে, দৈনিক শনাক্ত এক লাখ থেকে দুই লাখে উঠতে যুক্তরাষ্ট্রের ২১ দিন সময় লেগেছিল কিন্তু ভারতের ক্ষেত্রে সংক্রমণ বাড়তে মাত্র ১১ দিন সময় লাগলো।

সংক্রমণের এই উল্লম্ফনের কারণে ভারতের অনেকগুলো রাজ্যের হাসপাতালে রোগী উপচে পড়ছে। চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেনেরও সংকট দেখা দিয়েছে; কোথাও কোথাও এক শয্যায় দুই রোগীকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে বলেও খবর মিলেছে।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

বিশেষ অতিথি অপি করিম
১ মে ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর