Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২১ ১৮:১১

চাঁপাইনবাবগঞ্জ: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে ছয় জন ভর্তি হয়েছেন। তাদের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় ৯০০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হল।

শুক্রবার (১৬ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৪ দিন ধরে জেলা হাসপাতালে করোনা ওয়ার্ডে ছয় জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে পাঁচ জনের উপসর্গ পাওয়া গেছে। বাকি এক জনের প্রতিবেদন এখন আসেনি। এদিকে রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৮৯ জনের প্রতিবেদনের মধ্যে ২৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ (শুক্রবার) সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া শুরু করা হয়েছে।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৯০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর ৮১০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনায় এ পর্যন্ত ১৪ জন মারা গেছেন।

সারাবাংলা/এনএস

আক্রান্ত করোনাভাইরাস চাঁপাইনবাবগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর