ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মুফতি আমিনীর জামাতা।
শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
যুগ্ম কমিশনার বলেন, ‘ডিবি মতিঝিল বিভাগের একটি টিম জুবায়ের আহমদকে গ্রেফতার করেছে। এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন।’
ডিবি জানিয়েছে, সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তার নাম রয়েছে। তবে আপাতত তাকে ২০১৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
গত ২৬ মার্চের পর এখন পর্যন্ত মাওলানা জুবায়েরসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেফতার করা হলো।